বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
ব্যাখ্যা:
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন । তিনি 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থে প্রথম যতিচিহ্নের ব্যবহার করেন । রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সার্থক ছোটগল্প ( দেনাপাওনা ) রচনা করেন । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সার্থক উপন্যাস ( দুর্গেশনন্দিনী ) রচনা করেন । প্যারীচাঁদ মিত্র প্রথম উপন্যাস ( আলালের ঘরের দুলাল ) রচনা করেন ।
Related Question
পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -----
টেবিল
চেয়ার
বালতি
শরবত
'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ------
আরবি ভাষা থেকে
ফরাসি ভাষা থেকে
হিন্দি ভাষা থেকে
উর্দু ভাষা থেকে
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
স্বস্তি পরিষদের
সাধারণ পরিষদের অধিবেশনে
ইকোসোকে (ECOSOC)
ইউনেসকোতে (UNESCO)
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ফার্সি
তুর্কি
পর্তুগিজ
আরবি
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন ?
স্বস্তি পরিষদে
সাধারণ পরিষদের অধিবেশনে
ইউনেস্কোতে
ইকোসোকে
চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
হরপ্রসাদ শাস্ত্রী
সুকুমার সেন
মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়