'কাঁদো নদী কাঁদো ' কার উপন্যাস ?

হুমায়ূন আহমেদ

সৈয়দ ওয়ালীউল্লাহ

রশীদ করীম

আবুল ফজল


Description (বিবরণ) :

প্রশ্ন: 'কাঁদো নদী কাঁদো ' কার উপন্যাস ?

ব্যাখ্যা:

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি তিনটি টি যথাঃ লালসালু (১৯৪৮), চাঁদের আমাবরসা (১৯৬৪), ও কাঁদো নদী কাঁদো (১৯৬৮) । তাঁর রচিত নাটক - সুরঙ্গ, তরঙ্গবঙ্গ, বহিপীর, উজানে মৃত্যু । তাঁর রচিত বিখ্যাত ছোটগল্প - নয়নচারা ।