'শেষের কবিতা ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?

নাটক

কাব্যগ্রন্থ

উপন্যাস

ছোটগ্রল্প


Description (বিবরণ) :

প্রশ্ন: 'শেষের কবিতা ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?

ব্যাখ্যা:

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' ( 1929 ) । তার রচিত আরও কয়েকটি উপন্যাস - চোখের বালি, গোরা, চতুরঙ্গ, নৌকাডুবি, যোগাযোগ, ঘরে বাইরে । তার রচিত কয়েকটি কাব্য - মানসী, সোনার তরী, বলাকা, চিত্রা, কল্পনা, শেষ লেখা । তার রচিত কয়েকটি নাটক - ডাকঘর, তাসের দেশ, রক্তকরবী, কালের যাত্রা, বিসর্জন ।