'সতী ময়না' ও 'লোরচন্দ্রানী' আখ্যানের রচিয়তা কে?
দৌলত কাজী
শাহ মুহম্মদ সগীর
সৈয়দ সুলতান
সৈয়দ হামজা
Description (বিবরণ) :
প্রশ্ন: 'সতী ময়না' ও 'লোরচন্দ্রানী' আখ্যানের রচিয়তা কে?
ব্যাখ্যা:
মধ্যযুগের বাংলা সাহিত্য যখন দেবদেবীর মাহাত্ম্য কীর্তনে মুখরিত হয়েছিল তখন বাংলাদেশের বাইরে আরকানে বাংলা সাহিত্য - চর্চার নিদর্শন হিসেবে দৌলত কাজী 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য রচনা করে মানবীয় আখ্যায়িকার ধারা প্রবর্তন করেন । দুর্ভাগ্যবশত কাব্যটি সমাপ্ত হবার পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন । কবি আলাওল কাব্যের শেষাংশ রচনা করেন ।