ভানুসিংহ কার ছদ্মনাম ?
প্রমথ চৌধুরী
মোহিতলাল মজুমদার
রবীন্দ্রনাথ ঠাকুর
রামমোহন
Description (বিবরণ) :
প্রশ্ন: ভানুসিংহ কার ছদ্মনাম ?
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিককে তাদের সাহিত্য রচনার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ‘ভানুসিংহ’। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’। মোহিত লাল মজুমদারের ছদ্মনাম কৃত্তিবাস ওঝা ও সত্যসুন্দর দাস। অন্যদিকে, সমাজ সংস্কারক রামমোহন রায় দিল্লির বাদশাহ কর্তৃক ‘রাজা’ উপাধি লাভ করেন।
Related Question
ভানুসিংহ কার ছদ্মনাম ---
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
প্রমথ চৌধুরী
টেকচাঁদ ঠাকুর
ভানুসিংহ কার ছদ্মনাম ?
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহিতলাল মজুমদার
রামমোহন রায়