”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার রচনা?
কানাহরিদত্ত
ভারত চন্দ্র
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
Description (বিবরণ) :
প্রশ্ন: ”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার রচনা?
ব্যাখ্যা:
মধুযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
Related Question
”আমার সন্তান যে থাকে দুধে ভাতে”- এই প্রার্থনা কার?
ভাড় দত্ত
চাঁদ সওদাগর
নলকুবের
ঈশ্বরী পাটানী