‘হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ’ এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?

যুগ্মরীতি

অব্যয়ের

ধ্বনাত্মক

পদাত্মক


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ’ এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?

ব্যাখ্যা: বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দিরুক্তি বলা হয়। এগুলো দুইভাবে গঠিত হয়।
ক. একই পদের অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার। যেমনঃ ভয়ে ভয়ে এগিয়ে গেলাম; হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন।
খ. যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার। যেমনঃ হাতে নাতে, আকাশে - বাতাসে, দলে - বলে ইত্যাদি।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

Choose the correct sentence.

I asked Javed had he passed

I asked Javed if he had passed

I asked Javed if you had passed

I asked Javed that had he passed