যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়- এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে শূন্য
অপাদানে দ্বিতীয়া
অপাদানে পঞ্চমী
অপাদানে ষষ্ঠী
Description (বিবরণ) :
প্রশ্ন: যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়- এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যা:
যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত , বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে । অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে, ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। বিভিন্ন বিভক্তির প্রয়োগ
ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ 'বোঁটা - আলগা ফল গাছে থাকে না । ' 'মনে পড়ে সেই জৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। '
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি - বাবাকে বড্ড ভয় পাই।
গ) ষষ্ঠী বা এর বিভক্তি - যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়।
ঘ) সপ্তমী বা এ বিভক্তি - "বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। "লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়।
য় বিভক্তি - টাকায় টাকা হয়।
Related Question
‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’। -বাক্যটিতে ‘বাঘের’ শব্দটিন কারক ও বিভক্তি কোনটি?
কর্মকারকে ৬ষ্ঠী
অপাদান কারকে ৬ষ্ঠী
করণ কারকে ৭মী
কর্তৃ কারকে ৭মী
'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়' বাক্যটি গঠন অনুসারে ----
যৌগিক বাক্য
সরল বাক্য
জটিল বাক্য
আশ্রিত বাক্য