বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
কপালকুন্ডলা
বিষবৃক্ষ
দুর্গেশনন্দিনী
মৃণালিনী
Description (বিবরণ) :
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
ব্যাখ্যা:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) বাংলা সাহিত্যে ‘সাহিত্যসম্রাট’ নামে খ্যাত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)। দুর্গেশনন্দিনী তার ইতিহাস আশ্রয়ী রোমানধর্মী উপন্যাস। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে কপালকুন্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), রজনী (১৮৭৭) রাজসিংহ (১৮৮১), আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরানী (১৮৮৪), সীতারাম (১৮৮৭) অন্যতম।
Related Question
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম --------
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
মধুসূদন ও কুমুদিনী
গোবিন্দলাল ও রোহিনী
সুরেশ ও অচেলা
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের জন্ম সন কোনটি?
১৮১৮ খ্রি.
১৮৩৬ খ্রি.
১৮৩৭ খ্রি.
১৮৩৯ খ্রি.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
দুর্গেশনন্দিনী
কপালকুন্ডলা
মৃণালিনী
বিষবৃক্ষ
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম -----
দুর্গেশনন্দিনী
কপালকুণ্ডলা
কৃষ্ণকান্তের উইল
রজনী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসের চরিত্র কোনটি?
কুন্দনন্দিনী
শ্যামাসুন্দরী
বিমলা
রোহিনী
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা?
নৌকা ডুবি
গোরা
ঘরে বাইরে
বিষবৃক্ষ