সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে?
A’ve
B’ve
AB’ve
O’ve
Description (বিবরণ) :
প্রশ্ন: সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে?
ব্যাখ্যা: AB গ্রুপের রক্তের লোকদের রক্তে কোনো অ্যাগুটিনিন না থাকায় তারা সবার রক্ত নিতে পারে। তাই তাদের সর্বজনীন গ্রহীতা বলে। আবার O গ্রুপের লোকদের রক্তে কোনো অ্যাগুটিনোজেন না থাকায় তাদের পক্ষে সবাইকে রক্ত দেয়া সম্ভব। এজন্য তাদের সর্বজনীন দাতা বলে ।
Related Question
কোন রক্ত গ্রুপ কে সর্বজনীন দাতা বলে ?
ও পজেটিভ
বি পজেটিভ
এ নেগেটিভ
কোন রক্তের গ্রপকে সর্বজনীন দাতা'(Universal Donar) বলা হয়?
গুপ -A
গুপ-B
গুপ-O
গুপ-AB