কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?

Michel Jackson

Michel George

George Harrison

Elvis Presley


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?

ব্যাখ্যা: বিখ্যাত গায়ক George Harrison ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের 'বাংলাদেশ' নামে গেয়েছিলেন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ | অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।


Related Question

কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্ট মাস্টার পদে কর্মরত ছিলেন?

মীর মোশারফ হোসেন

দ্বীনবন্ধু মিত্র

হরিশ্চন্দ্র মিত্র

মানিক বন্দোপাধ্যায়

কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

টাইম

ইকোনোমিস্ট

নিউজ উইক্‌স

ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্‌লি

কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ?

আম্মান

বাকু

ইস্তাম্বুল

এথেন্স

সম্প্রতি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করেছে?

অটল বিহারী বাজপেরী

লে.জে. জগজিৎ অরোরা

সোনিয়া গান্ধী

প্রণব ‍মুখার্জী