ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোনটি?
ক্লোরো ফ্লোরো কার্বন
কার্বন মনো অক্সাইড
কার্বন ডাই অক্সাইড
মিথেন
Description (বিবরণ) :
প্রশ্ন: ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোনটি?
ব্যাখ্যা: পৃথিবীতে ভৌত ও জৈব ক্রিয়ার উৎপন্ন অক্সিজেনের কিছু অংশ ওজোনে রূপান্তরিত হয়। ওজোন বায়ুমণ্ডলের উপরিভাগে একটি আচ্ছাদনের সৃষ্টি করে। একে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর বলে। এটি মানুষের পক্ষে ক্ষতিকর মহাজাগতিক রশ্মি ও অতিবেগুনি রশ্মি শোষণ করে। ভূ - পৃষ্ঠের ৬৫ মাইল উপরে অবস্থিত বায়ুমণ্ডলের চতুর্থ স্তরকে (স্ট্রাটোমণ্ডল) ওজোন স্তর বলে। ওজোন স্তর ফাটলের জন্য মুখ্যত দায়ী সিএফসি বা ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাস।
Related Question
ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক্লোরোফ্লোরো কার্বন
কার্বন মনোক্সাইড
কার্বন ডাইঅক্সাইড
মিথেন
ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
কার্বন মনোক্সাইড
মিথেন
ক্লোরো ফ্লোরো কার্বন
কার্বন ডাই অক্সাইড
ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস ?
কার্বন মনোক্সাইড
ক্লোরো ফ্লোরো কার্বণ
মিথেন
কার্বন ডাইঅক্সাইড
ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোন গ্যাস?
ক্লোরো ফ্লোরো কার্বন
কার্বন মনোক্সইড
কার্বন ডাইঅক্সাইড
মিথেন
ওজোন স্তরের সবচেয়ে ক্ষতিসাধনকারী পদার্থ-
কার্বন ডাই অক্সাইড
নাইট্রিক অক্সাইড
ক্লোরোফ্লোরো কার্বন
সালফার ডাই অক্সাইড
ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক্লোরোফ্লোরো কার্বন
কার্বন মনোঅক্সাইড
কার্বন ডাইঅক্সাইড
মিথেন