প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-
প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
সুখ, ভালোত্ব ও প্রেম
প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়
Description (বিবরণ) :
প্রশ্ন: প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-
ব্যাখ্যা: বিখ্যাত দার্শনিক ছিলেন প্লেটো। তিনি ছিলেন দার্শনিক সক্রেটিসের যোগ্য শিষ্য। তাঁর প্রধান তত্ত্বসমূহ ছিলঃ ন্যায়তত্ত্ব, সাম্যবাদ তত্ত্ব, দার্শনিক রাজা, শিক্ষাতত্ত্ব, সর্বাত্মকবাদ তত্ত্ব, আদর্শ রাষ্ট্র। প্লেটো মনে করতেন, ন্যায়বিচার হলো যার যা পাওনা তা দিয়ে দেওয়া। যে ব্যক্তি যে কাজে যোগ্য তাকে সে কাজের দায়িত্ব দেওয়া। তিনি বলতেন, শাসক ন্যায়বান হলে আইন দরকার নেই। কিন্তু শাসক দুর্নীতিপরায়ণ হলে সেখানে আইন মূল্যহীন। তিনি মানবমনের 'ক্ষুধা, সাহস ও প্রজ্ঞা' এই তিন প্রবণতার কথাও বলেন।।
Related Question
দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম-
দি প্রিন্স
দি পলিটিক্স
দি গড ফাদার
দি রিপাবলিক