সন্ধির উদ্দেশ্য কোনটি?

শব্দের মিলন

ধ্বনিগত মাধুর্য সৃষ্টি

শব্দগত মাধুর্য সৃষ্টি

বর্ণের মিলন


Description (বিবরণ) :

প্রশ্ন: সন্ধির উদ্দেশ্য কোনটি?

ব্যাখ্যা: পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধির উদ্দেশ্য উচ্চারণে সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদনা। বাংলা শব্দের সন্ধি ২ প্রকার, যথা: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা।


Related Question

সন্ধির প্রধান সুবিধা কি?

পড়ার সুবিধা

লেখার সুবিধা

উচ্চারণের সুবিধা

শোনার সুবিধা

সন্ধি-সাধিত শব্দ ' পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

ব্যঞ্জন ধ্বনি

স্বরধ্বনি

নিপাতনে সিদ্ধ

বিসর্গ সন্ধি

কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?

পদে পদে মিলকে

শব্দে শব্দে মিলকে

ধ্বনিতে ধ্বনিতে মিলকে

উপসর্গে শব্দে মিলকে

কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?

যদ্যপি

লবণ

গবাক্ষ

সংসার

কোনটি স্বরসন্ধির উদাহরণ ?

হিমালয়

অহরহ

সংসার

বনস্পতি

নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?

নিষ্কর

পরস্পর

সন্তাপ

ষষ্ঠ