সুন্দর মাত্ররই একটা আকর্ষণ শক্তি আছে’ এ বাক্যে। ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
বিশেষণ
বিশেষণের বিশেষণ
সর্বনাম
বিশেষ্য
Description (বিবরণ) :
প্রশ্ন: সুন্দর মাত্ররই একটা আকর্ষণ শক্তি আছে’ এ বাক্যে। ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
ব্যাখ্যা: সুন্দর বিশেষণ হিসেবেও ব্যবহৃত হতে পারে। কিন্তু এটি বাক্যের শুরুতেই থাকলে তা বিশেষ্য হয়।
Related Question
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে -----
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রকৃতির রুপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
৬০১৭ বর্গ কিলোমিটার
৪১০০ বর্গ কিলোমিটার
৫৮০০ বর্গ কিলোমিটার
৬৯০০ বর্গ কিলোমিটার
' সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' --- চরণ দুটি কার লেখা?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
শেখ ফজলল করিম
কোন সংস্থা সুন্দরবনকেকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষনা দিয়েছে?
ইউনিসেফ
ইউএনডিপি
বিশ্বব্যাংক
ইউনেস্কো
'মরি মরি! কি সুন্দর প্রভাতের রুপ!' এই বাক্যে মর মরি-
বিশেষণের বিশেষণ
পদাশ্রিত নির্দেশক
সমুচ্চয়ী অব্যয়
অনন্বয়ী অব্যয়
' মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ ' ---- বাক্যে ' মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?
সমন্বয়ী
অনন্বয়ী
পদান্বয়ী
অনুকার