‘কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি’ বাক্যটি কোন প্রকারের?

সরল

জটিল

যৌগিক

মিশ্র


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি’ বাক্যটি কোন প্রকারের?

ব্যাখ্যা: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা শি বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথচ, কিংবা, রং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত থাকে। যেমনঃ তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।