২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয় ?
১৯৯৮
১৯৯৯
২০০০
২০০১
Description (বিবরণ) :
প্রশ্ন: ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয় ?
ব্যাখ্যা:
বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি প্রদান করে । ১৯৯৯ সালের ২৬ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৫৭ তম অধিবেশন ও ৩০তম দ্বি - বার্ষিক সাধারন সম্মেলনে বাংলাদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক একুশে ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেন। বাংলাদেশের এই প্রস্তাবটি ২৮ তি দেশ লিখিত ভাভে সমর্থন করেন । ফলে ১৭ নভেম্বর বিনা আপত্তিতে প্রস্তাবটি গৃহীত হয় । উল্লেখ, প্রথম পর্যায়ে কানাডাভিত্তিক Mother language lovers of the world নামের সংগঠনটি এক্ষেত্রে ভূমিকা পালন করে। ২০০০ সালের ফেব্রুয়ারী UNESCO - র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ প্রথমবারের মতো পালিত হয় ।
Related Question
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
নুরুল আমিন
লিয়াকত আলী খান
মোহাম্মদ আলী
খাজা নাজিমুদ্দীন
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি ' কবর' নাটকের রচয়িতা কে?
কবির চৌধুরী
মুনীর চৌধুরী
সৈদয় শামসুল হক
মুনতাসীর মামুন
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
UNDP
UNESCO
UNICEF
UNCTAD
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল?
১৩৫৮
১৩৫৯
১৩৭০
১৩৭১
কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে?
ইউনিসেফ
ইউনেঙ্কো
ইউএন
কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়?
১৮ নভেম্বর ১৯৯৯ খ্রি.
১৭ নভেম্বর ১৯৯৯ খ্রি.
১৮ নভেম্বর ১৯৯৮ খ্রি.
২০ নভেম্বর ১৯৯৯ খ্রি.