'He sat behind me, but in front of you' এখানে 'but' ব্যবহৃত হয়েছে

A Conjunction

Interjection

An Adverb

Verb


Description (বিবরণ) :

প্রশ্ন: 'He sat behind me, but in front of you' এখানে 'but' ব্যবহৃত হয়েছে

ব্যাখ্যা: দুটি বিপরীতার্থক ধারণাকে যুক্ত করতে Conjunction হিসেবে ‘but' ব্যবহৃত হয়। বাক্যটিতে He sat behind me 4 He sat in front of you এই দুটো বাক্যকে ‘but' দ্বারা যুক্ত করে সংক্ষেপিত করা হয়েছে।

বাক্যের অর্থঃ সে আমার পেছনে কিন্তু আপনার সামনে বসেছিল।