‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ এ চরণটি কোন ছন্দে লেখা?
স্বরবৃত্ত
সত্তাবৃত্ত
অক্ষরবৃত্ত
অমিত্রাক্ষর
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ এ চরণটি কোন ছন্দে লেখা?
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে প্রচলিত ৩টি প্রধান ছন্দের একটি হলো অক্ষরবৃত্ত ছন্দ। অন্য দুটি হলো স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব সাধারণত ৮ বা ১০ হয়। এছাড়া অক্ষরবৃত্ত ছন্দ ৮ + ৮, ৮ + ৬,৮ + ৪, ৮ + ২ হতে পারে। ans. C উপরিউক্ত চরণটি ৮ + ৬ মাত্রায় লেখা হয়েছে। তাই এটি হবে অক্ষরবৃত্ত। উল্লেখ্য, অক্ষরবৃত্তের একটি রূপভেদ - ই হলো অমিত্রাক্ষর।
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) 05-03-2021
সম্পূর্ণ বিষয় একত্রে
Related Question
‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান কন্টক মুকুট শোভা’- কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ ?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
কামিনী রায়
‘হেলসিংকি’ কোন দেশের রাজধানী?
তুরস্ক
চীন
কানাডা
ফিনল্যান্ড