কোনটি মিশ্র শব্দ?
চা - চিনি
চৌ - হদ্দি
নামাজ - রোজা
স্কুল-কলেজ
Description (বিবরণ) :
প্রশ্ন: কোনটি মিশ্র শব্দ?
ব্যাখ্যা: কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমনঃ চৌ - হদ্দি (ফারসি + আরবি), রাজা - বাদশা (তৎসম + ফারসি), হাট - বাজার (বাংলা + ফারসি), হেড - মৌলভি (ইংরেজি + ফারসি), হেড - পণ্ডিত (ইংরেজি + তৎসম), খ্রিস্টাব্দ (ইংরেজি + তৎসম), ডাক্তার - খানা (ইংরেজি + ফারসি), পকেট - মার (ইংরেজি + বাংলা) ইত্যাদি।
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
কারিগরি শিক্ষা অধিদপ্তর (স্টোর কিপার) 05-03-2021
সম্পূর্ণ বিষয় একত্রে
Related Question
কোনটি মিশ্র শব্দ?
চা-চিনি
চৌহদ্দী
নামাজ-রোজা
স্কুল-কলেজ
নিচের কোনটি মিশ্র শব্দ ?
বেতার
হাট-বাজার
হেড-মাষ্টার
সবজি
কোনটি মিশ্র পদার্থ
পানি
লবণ
বায়ু
কার্বন ডাই অক্সাইড
কোনটি মিশ্র ভগ্নাংশ?
১/২
৩/২
কোনটিই নয়
নিচের কোনটি মিশ্র শব্দ?
ফটোকপি
হরতাল
আলকাতরা
খ্রিস্টাব্দ