‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ এই বাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় দ্বিতীয়া
অপাদানে ৭মী
কর্মে দ্বিতীয়া
অধিকরণে ৭মী
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ এই বাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ বিচ্যুতঃ গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীতঃ সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাতঃ জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
কারিগরি শিক্ষা অধিদপ্তর (স্টোর কিপার) 05-03-2021
সম্পূর্ণ বিষয় একত্রে
Related Question
‘সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না’-- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ২য়া
কর্মে ২য়া
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী