‘দুই এবং নব্বই’ = বিরানব্বই’ কোন ধরনের সমাসের উদাহরণ?
প্রাদি সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
নিত্য সমাস
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘দুই এবং নব্বই’ = বিরানব্বই’ কোন ধরনের সমাসের উদাহরণ?
ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমনঃ দুই এবং নব্বই বিরানব্বই, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা।
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
কারিগরি শিক্ষা অধিদপ্তর (স্টোর কিপার) 05-03-2021
সম্পূর্ণ বিষয় একত্রে
Related Question
‘দুইয়ের মধ্যে একটি’ এর এক কথায় প্রকাশ কি হবে?
অন্যতর
অন্যতম
দৌবারিক
কোনোটিই নয়
‘দুইয়ের মধ্যে একটি’ এর এক কথায় প্রকাশ কি হবে?
অন্যতর
অন্যতম
দৌবারিক
কোনটিই নয়