বচন অর্থ কী?
সংখ্যার ধারণা
পরিমাপের ধারণা
ক্রমের ধারণা
গণনার ধারণা
Description (বিবরণ) :
প্রশ্ন: বচন অর্থ কী?
ব্যাখ্যা: ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ বচন। এর অর্থ । হলো সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের । সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে।
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
কারিগরি শিক্ষা অধিদপ্তর (স্টোর কিপার) 05-03-2021
সম্পূর্ণ বিষয় একত্রে
Related Question
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
চাল না চুলো, ঢেঁকী না কুলো
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
বোঝার উপর, শাকের আঁটি
কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
পাকা পাকা আম
ছি ছি কি করছ
নরম নরম হাত
উড়ু উড়ু মন
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
যত গর্জে তত বৃষ্টি হয় না
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
আট কপালে
উড়নচণ্ডী
ছা-পোষা
ভূশণ্ডির কাক
'খনার বচন' বেশির ভাগ কী নিয়ে?
ব্যাবসা
কৃষি
শিল্প
ধর্ম
বচন অর্থ কি?
সংখ্যার ধারণা
গণনার ধারণা
ক্রমের ধারণা
পরিমাপের ধারণা