‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টারের শিল্পী কে?

জয়নুল আবেদীন

কামরুল হাসান

এস এম সুলতান

শাহাবুদ্দীন


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টারের শিল্পী কে?

ব্যাখ্যা: কামরুল হাসান ছিলেন প্রখ্যাত একজন চিত্রশিল্পী। তাঁকে সবাই শিল্পী বললেও তিনি নিজে ‘পটুয়া' নামে পরিচিত হতে পছন্দ করতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' (ANNIHILATE THESE DEMONS) পোস্টারটি খুব বিখ্যাত।


Related Question

‘এই বনে (বাঘের) ভয় নাই’ বাক্যে কোটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

অপাদানে ষষ্ঠী

কর্মে ষষ্ঠী

কর্তায় সপ্তমী

করণে সপ্তমী