‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে’ এখানে “রাঘবে” কোন করকে কোন বিভক্তি?
কর্মে প্রথম
অপাদানে সপ্তমী
অধিকরণে পঞ্চমী
কর্মে সপ্তমী
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে’ এখানে “রাঘবে” কোন করকে কোন বিভক্তি?
ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে । ‘বিচ্যুত' অর্থে অপাদান কারকঃ গাছ থেকে পাতা পড়ে। 'গৃহীত' অর্থে অপাদান কারকঃ দুধ থেকে দই হয়। ‘জাত’ অর্থে অপাদান কারকঃ টাকায় টাকা হয়। ‘বিরত' অর্থে অপাদান কারকঃ পাপে বিরত হওয়া। 'রক্ষিত' অর্থে অপাদান কারকঃ বিপদে মোরে রক্ষা কর। 'ভীত' অর্থে অপাদান কারকঃ আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে।
Related Question
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?
অপাদানে ৭মী
কর্তৃকারকে ৭মী
অধিকরনে ৭মী
কর্মে ৭মী