‘একুশে ফেব্রুয়ারি’ উপন্যাসের রচয়িতা কে?

হাসান আজিজুল হক

হাসান হাফিজুর রহমান

শওকত ওসমান

জতির রায়হান


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘একুশে ফেব্রুয়ারি’ উপন্যাসের রচয়িতা কে?

ব্যাখ্যা: ‘একুশে ফেব্রুয়ারি' উপন্যাসটি জহির রায়হানের অসমাপ্ত কাজের একটি। একুশে ফেব্রুয়ারি' এর চিত্র কাহিনী প্রকাশিত হয়েছিল মাসিক 'সমীপেষু' পত্রিকায়। বর্তমানে আমরা জহির রায়হানের যে 'একুশে ফেব্রুয়ারি' পড়ি তা মূলত সেই চলচ্চিত্র যা তার অসমাপ্ত কাজের একটি। উল্লেখ্য, হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৬খণ্ডে 'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র' (১৯৮২ ৮৩) প্রকাশিত হয়। এছাড়া তিনি একুশে ফেব্রুয়ারি' একটি সংকলন সম্পাদনা করেন।