‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত ?
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
কোনোটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত ?
ব্যাখ্যা: চর্যাপদ 'মাত্রাবৃত্ত' ছন্দে লেখা। আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য। মাত্রাবৃ্ত্ত হলো প্রতি পর্বে ৫/৬/৭/৮ এর মাত্রা সংখ্যার চাল।