আছো তুমি জগৎ মাঝারে। এখানে 'মাঝারে' শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
বাহিরে
মধ্যে
ব্যাপ্তি
সঙ্গে
Description (বিবরণ) :
প্রশ্ন: আছো তুমি জগৎ মাঝারে। এখানে 'মাঝারে' শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
ব্যাখ্যা: আছো তুমি প্রভু জগৎ মাঝারে (মধ্যে)। সিদ্ধান্তঃ 'মাঝারে' শব্দটি ক্রিয়া বিশেষণ। 'প্রভু জগতের বাইরে নয়, জগত বা মহাজগতের ভেতরেই বিরাজমান' লেখক তার উক্তি দ্বারা এ কথাটিই বুঝাতে চেয়েছেন।