কারক ও বিভক্তি নির্ণয় করুন। কাননে কুসুমকলি সকলি ফুটিল-
কর্তায় শূন্য
কর্মে শূন্য
করণে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: কারক ও বিভক্তি নির্ণয় করুন। কাননে কুসুমকলি সকলি ফুটিল-
ব্যাখ্যা: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক। যেমন: কাননে কুসুমকলি সকলি ফুটিল'। এখানে যদি প্রশ্ন করা হয়, কাননে কি ফুটিল? তাহলে উত্তর হবে - কুসুমকলি। এখানে 'কুসুমকলি' হলো কর্মকারক এবং এর সাথে শূন্য বিভক্তি (কুসুমকলি + ০) যোগ হয়েছে।
Related Question
'আমার গানের মালা আমি করবো "কারে" দান'--- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
কর্তায় সপ্তমী
অপাদানে সপ্তমী
'আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
কর্মে সপ্তমী
কর্তায় সপ্তমী
”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?
করণ কারকে সপ্তমী
অধিকরণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে পঞ্চমী
'বুলবুলিতে ধান খেয়েছে' --- এই বাক্যের 'বুলবুলিতে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
করণকারকে সপ্তমী
অধিকরণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে সপ্তমী
কাননে কুসুম কলি সকলি ফুটিল -এই বাক্যে 'কাননে' কোন কারক ও বিভক্তি?
কার্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
করণে শূণ্য
''বাদলের ধারা " ঝরে ঝর ঝর' -- নিন্মরেখ পদটির কারক ও বিভক্তি কোনটি?
অধিকরণ কারকে দ্বিতীয়া
সম্প্রাদান কারকে চতুর্থী
অপাদানে ষষ্ঠী
কর্মকারকে সপ্তমী বিভক্তি