সমাস ভাষাকে -
সংক্ষেপ করে
বিস্তৃত করে
ভাষারূপ ক্ষুন্ন করে
অর্থবোধক করে
Description (বিবরণ) :
প্রশ্ন: সমাস ভাষাকে -
ব্যাখ্যা:
বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।