লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা--
আলাওল
কোরেশী সুলতানা
দৌলত কাজী
সৈয়দ সুলতানা
Description (বিবরণ) :
প্রশ্ন: লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা--
ব্যাখ্যা:
দৌলত কাজী - ই একমাত্র বাংলা ভাষার কবি, যিনি তাঁর রচনা দিয়ে প্রমান করেছেন দেব - দেবীকেন্দ্রিক কাহিনী উপজীব্য না করেও ব্রজবুলি ভাষার সার্থক ব্যবহার করা সম্ভব। দেব - দেবীদের স্তুতি, ও অলৌকিক কাহিনির বৃত্ত থেকে বেড়িয়ে বাংলা সাহিত্যে প্রথম তিনিই লৌকিক কাহিনি রচনা করেন।