কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
সংস্কৃত
প্রাকৃত
মৈথিলি
বৈদিক
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
ব্যাখ্যা:
প্রাকৃত মধ্যভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক বা সংস্কৃত থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়। সংস্কৃত ভাষার যে রূপটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তা এক সময় শিথিল ও সরল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে। কালক্রমে এগুলিকেই বলা হয় প্রাকৃত ভাষা।
Related Question
"আনারস", "বালতি" শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
ইংরেজি
আরবি
পর্তুগিজ
উর্দু
' পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
হিন্দি
উর্দু
পর্তুগীজ
গ্রিক
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে আগত ?
তুর্কি
আরবি
জাপানি
ফারসি
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
তুর্কি
পর্তুগিজ
ফরাসি
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ফার্সি
তুর্কি
পর্তুগিজ
আরবি
'সুনামি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
বাংলা
জাপানি
ইন্দোনেশিয়ান
চাইনিজ