খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য কি?
এটি অত্যন্ত টেকসই
এটি সাধারণ মানুষের ব্যবহার্য
এটি অত্যন্ত কম দামে
এটি হাতের তৈরী
Description (বিবরণ) :
প্রশ্ন: খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য কি?
ব্যাখ্যা:
খাদি কাপড় মূলত মোটা। কারণ তুলার গোলা নিয়ে নাটাইয়ের মতো চড়কা ঘুরিয়ে হাতে খাদির সুতা তৈরি করা হয়। খালি হাতে সুতার সরু ও মসৃণতা ধরে রাখা যায় না। আর এটাই খাদি কাপড়ের মূল বৈশিষ্ট্য। কাপড় মোটা হলেও পরিধানে খুবই আরামদায়ক।
Related Question
'খাদির' শব্দের অর্থ কি?
খয়ের
আমলকি
জর্দাপাতা
রাসূল (স) কোন পদ্ধতিতে খাদিজা (রা)--এর সাথে ব্যবসা করতেন?
মুশারাকা
ওয়াকালাহ্
উজরাহ্
মুদারাবা