'তাতে সমাজজীবন চলে না ।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
তাতে সমাজজীবন চলে ।
তাতে না সমাজজীবন চলে ।
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে ।
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে ।
Description (বিবরণ) :
প্রশ্ন: 'তাতে সমাজজীবন চলে না ।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
ব্যাখ্যা: নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে না, নি, নেই , হে ইত্যাদি নর্থক অব্যয় উঠিয়ে দিতে হয়। শব্দের পরিবর্তন ঘটিয়ে বাকো হাঁ - সূচক ভাব ফুটিয়ে তুলতে হয়। বাক্যের বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হয়। এরপর বাক্যের গঠ অনুযায়ী নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ প্রয়োগ করে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হয়। যেমন: তাতে সমাজজীবন চলে না (নেতিবাচক)। তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে (অস্তিবাচক)। সে ক্লাসে উপস্থিত ছিল না। (নেতিবাচক)। সে ক্লাসে অনুপস্থিত ছিল (অস্তিবাচক)।
Related Question
মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -----
ওয়েভ গাইডের মধ্য দিয়ে
ভূমি ও আয়নোস্ফেয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়
সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
৭ দিন
১০ দিন
১৫ দিন
৩০ দিন
একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩:১। তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
৬ গ্রাম
৫ গ্রাম
৪ গ্রাম
৮ গ্রাম
একটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ ঘন্টায় পূর্ণ হয়। তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে ১৫ ঘন্টা লাগে। ছিদ্রদ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে?
২০ ঘন্টা
২৫ ঘন্টা
৩০ ঘন্টা
৩৫ ঘন্টা
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । তাতে সোনার ও তামার পরিমাণ ৩ : ১ । তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে ?
৬ গ্রাম
৪ গ্রাম
৫ গ্রাম
৮ গ্রাম