'ঐ খেপেছে পাগলী মায়ের দামাল ছেলে' - কে এই দামাল ছেলে?

কাজী নজরুল ইসলাম

কালাম পাশা

চিত্তরঞ্জন দাস

সুভাষ বসু


Description (বিবরণ) :

প্রশ্ন: 'ঐ খেপেছে পাগলী মায়ের দামাল ছেলে' - কে এই দামাল ছেলে?

ব্যাখ্যা: “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই / অসুর - পুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল ভাই।" পড়ক্তিটি কাজী নজরুল ইসলামে প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'র বিখ্যাত কবিতা কামাল অংশবিশেষ। আধুনিক তুরস্কের নির্মাতা মোস্তাফা কামাল পাশার রাজনৈতিক দূরদর্শিতা এবং গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রশংসা করে কাজী নজরুল ইসলাম এ কবিতাটি রচনা করেন। আলোছা চরণে দামাল ছেলে বলতে কামাল পাশাকে বোঝানো হয়েছে।


Related Question

ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

জিঞ্জির-- কাজী নজরুল ইসলাম

সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ

দিলরুবা--আবদুল কাদির

নূরনামা--আবদুল হাকিম

কোনটি ঐতিহাসিক নাটক?

শর্মিষ্ঠা

রাজসিংহ

পলাশীর যুদ্ধ

রক্তাক্ত প্রান্তর