'ডেকে ডেকে হয়রান হচ্ছি' - এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

অসহায়ত্ব

বিরক্তি

কালের বিস্তার

পৌনঃপুনিকতা


Description (বিবরণ) :

প্রশ্ন: 'ডেকে ডেকে হয়রান হচ্ছি' - এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

ব্যাখ্যা: বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। একই শব্দ পরপর দুই বার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: ঢেকে ডেকে হয়রান হচ্ছি। প্রসন্ত বাক্যে 'ডেকে ঢেঙে দ্বিরুক্ত শব্দ দ্বারা ক্রিয়াবাচক শব্দের পৌনঃপুনিকতা বোঝানো হয়েছে।


Related Question

'ডেকে দেয় পাষণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি----- ?

নির্দেশক

অনুজ্ঞাসূচক

সাপেক্ষ

আকাঙ্খা