ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে ----
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
লোহাকে টেম্পারিং করা হয়েছে
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
Description (বিবরণ) :
প্রশ্ন: ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে ----
ব্যাখ্যা: ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে । ইস্পাত একটি লোহা ও কার্বনের সংকর যাতে মান ভেদে মোট ওজনের ০ .২% থেকে ২.১% কার্বন থাকে। ম্যাংগানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে ব্যবহৃত হলেও কার্বন সবচেয়ে সাশ্রয়ী। লোহার সাথে এই ধাতুগুলো যুক্ত হয়ে লোহার দৃঢ়তা বৃদ্ধি করে।নিন্ম গলনাংক ও ঠালাই যৌগ্যতার জন্য উচ্চ কার্বনযুক্ত সংকর ঠালাই লোহা (কাস্ট আয়রণ) নামে পরিচিত।ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে ।
Related Question
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন , কারণ--
লোহাকে টেম্পারিং করা হয়েছে
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন আছে
সবধরনের বিজাতীয় দ্রব্য বের করে দেয়া আছে
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন । কারণ এতে __
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
লোহাকে টেম্পারিং করা হয়েছে
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে