মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -----
পরমাণু
ইলেকট্রন
অণু
প্রোটন
Description (বিবরণ) :
প্রশ্ন: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -----
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরমাণু হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণু হল মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না। যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মূল কণিকা বলা হয়। যেমনঃ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
Related Question
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
৯১
১৪৩
৪৭
৮৭
বাংলা মৌলিক স্বরধনির সংখ্যা--
ছয়
সাত
আট
নয়
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
ব্রোমিন
পারদ
আয়োডিন
জেনন
মৌলিক শব্দ কোনটি?
গোলাপ
শীতল
নেয়ে
গৌরব
বাইনারি পদ্দ্বতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি?
মেঘাবাইট
বাইট
কিলোবাইট
বিট
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ?
২২
২০
২৫
৩০