রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ----

দর্পণের কাজ করে

আতষীকাচের কাজ করে

লেন্সের কাজ করে

প্রিজমের কাজ করে


Description (বিবরণ) :

প্রশ্ন: রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ----

ব্যাখ্যা:

ব্যাখ্যাঃ দুইটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলা হয়। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে সাদা রঙের আলো সাতটি মূল রঙের আলোতে বিশ্লিষ্ট হয়। রঙধনু একটি আলোকীয় ঘটনা। এক পশলা বৃষ্টির পর আবার যখন সূর্য ওঠে তখন কখনও কখনও সুর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল রঙের অর্ধবৃত্ত দেখা যায়, একে বলা হয় রঙধনু বা রামধনু। রঙধনুতে সাতটি রঙ থাকে। বৃষ্টির কণায় সূর্যের আলোর প্রতিসরণ থেকে রঙধনু উৎপত্তি। এক্ষেত্রে বৃষ্টির পানির কণাগুলো প্রিজমের কাজ করে।

 

সকালে রঙধনু পশ্চিমাকাশে ও বিকালে রংধনু পূর্ব আকাশে দেখা যায়


Related Question

আকাশে রংধনু সৃষ্টির কারণ-

বায়ুস্তর

বৃষ্টির কণা

তুষার কণা

ধুলিকণা

আকাশে রংধনু সৃষ্টির কারণ ----

ধুলিকণা

বায়ুস্তর

বৃষ্টির কণা

অতিবেগুনি রশ্মি

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো--

দর্পণের কাজ করে

প্রিজমের কাজ করে

লেন্সের কাজ করে

আতসী কাঁচের কাজ করে

রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে?

লেন্সের

আতশী কাচের

প্রিজমের

দর্পণের

আকাশে রংধনু সৃষ্টির কারণ-

বৃষ্টির কণা

বস্তুর তাপমাত্রা

প্রতিধ্বনি

শব্দতরঙ্গ

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো :

দর্পনের কাজ করে

প্রতিফলনের কাজ করে

প্রিজমের কাজ করে

লেন্সের কাজ করে