‘এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে “ । এখানে অরিন্দম” কে?

লক্ষণ

মেঘনাদ

রাবণ

বরুণ


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে “ । এখানে অরিন্দম” কে?

ব্যাখ্যা:

এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মহাকাব্য মেঘনাদবধকাব্যের (১৮৬১)ষষ্ঠ সর্গ থেকে নেয়া। রাবণের জ্যেষ্ঠ সন্তান এবং রক্ষবংশের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিতের মুখ নিঃসৃত বাক্যের ঠিক পূর্বের অংশ। ন্যায়যুদ্ধে মেঘনাদকে পরাজিত করতে না পেরে দেবরাজ ইন্দ্রের সহায়তায় রাতের আঁধারে তস্করের ন্যায় লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে। মেঘনাদ তখন পূজার প্রস্তুতি নিচ্ছিলেন। লক্ষণ সেই অবস্থাতেই তাকে আক্রমণ করতে নিলে সে পূজার তৈজসপত্রের আঘাতে লক্ষণকে ক্ষণিকের জন্য অজ্ঞান করে ফেলে। আত্মরক্ষার্থে পূজার ঘর থেকে অস্ত্রাগারে যাবার সময় মেঘনাদ দেখে, বাইরে থেকে তার আপণ চাচা ঘরের শত্রু বিভীষণ পথরোধ করে দাঁড়িয়ে আছে।নিজের আপন চাচাকে এই বেঈমানী করতে দেখে মেঘনাদ বলে ওঠে, "এতক্ষণে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে" । এর মানে হচ্ছে,এতক্ষণে বুঝলাম এই গভীর রাতে কিভাবে লক্ষণ আমার পূজার ঘরে ঢুকতে পেরেছে।

এই যে উপলব্ধি, রাবণ পুত্রের এই যে হাহাকার - এটা প্রবাদ হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষায়।বুঝতে না পারা কোনও ঘটনা হঠাৎ করে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরে ফেললে আমরা বাঙালিরা তাই এই লাইনটি উচ্চারণ করি।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

Choose the correct sentence.

I asked Javed had he passed

I asked Javed if he had passed

I asked Javed if you had passed

I asked Javed that had he passed