‘অরণ্যে রোদন’ না বলে ‘ বনে ক্রন্দন’করলে বাক্যটি কি হারাবে?
যোগ্যতা
বাহুল্য দোষ
উদ্দেশ্য
আকাঙক্ষা
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘অরণ্যে রোদন’ না বলে ‘ বনে ক্রন্দন’করলে বাক্যটি কি হারাবে?
ব্যাখ্যা:
বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। যেমন - মানুষটি একটি বাঘ খেয়েছে। বাক্যটির অর্থের সাথে বাস্তবের কোনাে মিল নেই। যদি বলা হয় - পাখি আকাশে উড়ে । তাহলে অর্থগত ও ভাবগত মেলবন্ধন প্রকাশ পায়।
Related Question
‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?
অবিরাম কান্না
বৃথা চেষ্টা
নিস্ফল আবেদন
বারংবার চেষ্টা
‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?
অবিরাম কান্না
বারংবার চেষ্টা করা
বৃথা চেষ্টা
ছিঁচকাঁদুনে
‘অরণ্যে রোদন’ কি?
বচন কান্না
বনের কান্না
পাগলের কান্না
নিস্ফল আবেদন