অনিষ্ট করতে গিয়ে ভাল করাকে কী বলে?

তামার বিষ

একাদশে বৃহস্পতি

শাপে বর

তীর্থের কাক


Description (বিবরণ) :

প্রশ্ন: অনিষ্ট করতে গিয়ে ভাল করাকে কী বলে?

ব্যাখ্যা:

ভিজে বেড়াল(বাইরে নীরিহ ভেতরে ধূত): ভিজে বেড়ালদের অনেক সময় চেনা যায় না।

শাপে বর(অনিষ্টে ইস্ট লাভ): আমার বড়মামা চাকরি না পেয়ে ব্যবসায়ে ঢুকেছেন, এতে তাঁর শাপে বর হয়েছে।

কপাল ফেরা (সৌভাগ্য লাভ): ছেলেটা হঠৎ বিদেশে চাকরি পাওয়ায় চাচা -  চাচির কপাল ফিরেছে

অদৃষ্টের পরিহাস (ভাগ্যবিড়ম্বনা):অদৃষ্টের পরিহাসে অনেক ধনকুবের পথের ফকির হয়ে গেল।


Related Question

অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?

ভিজে বিড়াল

শাপে বর

কপাল ফেরা

অদৃষ্টের পরিহাস

অনিষ্ট করতে গিযে ভালো হওয়াকে কি বলে?

শাপেবর

বাঘেমহিষে

তামার বিষ

একাদশে বৃহস্পতি