‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ - এর মধ্যে টাটুর টুপুর ‘ কিরূপ অব্যয়?
অনন্বয়ী অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
সংযোজক অব্যয়
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ - এর মধ্যে টাটুর টুপুর ‘ কিরূপ অব্যয়?
ব্যাখ্যা:
অনুকার অব্যয়ঃ যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ, বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে।
এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগ হয়
যেমনঃ কল কল , কুট কুট, কড় কড়, টাপুর টুপুর, ইত্যাদি
Related Question
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ এখান ’টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
ধ্বনাত্মক শব্দ
অবস্থাবাচক শব্দ
বাক্যলঙ্কার শব্দ
দ্বিরুক্ত শব্দ