অবদান ও অবধান- শব্দজোড়ের অর্থ কোনটি?

সৎকর্ম ও মনোযোগ

দান ও আবেগ

সৎকাজ ও অজ্ঞাত

দান ও মেনোযোগ


Description (বিবরণ) :

প্রশ্ন: অবদান ও অবধান- শব্দজোড়ের অর্থ কোনটি?

ব্যাখ্যা:

উচ্চারণ সমান অথবা প্রায় সমান অথচ অর্থ সম্পূর্ণ ভিন্ন এমন শব্দদ্বয়কে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে।

নিম্নে সমোচ্চারিত প্রায় সমোচ্চারিত শব্দের অর্থ পার্থক্য এবং বাক্য গঠনের উদাহরণ দেওয়া হল:


সমোচ্চারিত শব্দ অর্থ             বাক্য গঠন

অন্ন   (ভাত)          — মানুষের বেঁচে থাকার জন্য অন্ন অতি প্রয়োজন।
অন্য (অপর)         — পরীক্ষার সময় অন্য দিকে লক্ষ্য দিও না।

অনু   (পশ্চাৎ)       — এই দেশে এক সময় স্ত্রীলোকদের মৃত স্বামীর চিতায় অনুগমন করতে হতো।
অণু   (ক্ষুদ্রতম অংশ)   — এটুকু ভাতে আমার পেটের অণুটুকুও ভরবে না।

অনিষ্ট (ক্ষতি)       — অন্যের অনিষ্টের চিন্তা কখনো মনে এনো না।
অনিষ্ঠ (নিষ্ঠাহীন)   — লেখা পড়ায় অনিষ্ঠ হলে পাশ করতে পারবে না।

অংশ (ভাগ)       — বাপের জমির অংশ মেয়েরাও ছাড়বে না।
অংস (কাঁধ)       — বিপদে দূরে সরে না থেকে অংস মেলাও।

অর্ঘ  (মূল্য)        — জিনিসপত্রে অর্ঘ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
অর্ঘ্য (পূজার উপকরণ) — ঠাকুরের সামনে প্রচুর অর্ঘ্য সজ্জিত রয়েছে।

অশ্ব (ঘোড়া)       — শুয়ে পড়ো, অশ্বের মতো দাঁড়িয়ে ঘুমিয়ো না।
অশ্ম (পাথর)      — অশ্মে মাথা ঠুকে লাভ নাই, চল বাড়ি যাই।

অশক্ত (দুর্বল)        — বিপদে অশক্ত হতে নাই।
অসক্ত (আসক্তিহীন)    — বইয়ে অসক্ত হলে ছাত্রজীবন বৃথা হবে।

অনিল (বাতাস)       — গুমোট গরমে অনিল এসে প্রাণ জুড়াল।
অনীল (যা নীল নয়)   — আকাশ কী কখনো অনীল হয়।

অভ্যাস  (বারবার চেষ্টা) — পরীক্ষা কাছে রাত জেগে পড়ার অভ্যাস করো।
অভ্যাশ  (নিকট)    — অঙ্ক অভ্যাস কর, পরীক্ষা অভ্যাশে।

অবধ্য (বধের অযোগ্য)    — মানুষ মানুষের অবধ্য।
অবোধ্য (যা বোঝা যায় না) — অবোধ্য তত্ত্ব কথা সব জায়গায় বল না।

অপরিণত (যা পরিণত হয়নি) — অপরিণত বয়সে এ বই পড়ে কিছুই বুঝবে না।
অপরিণীত (অবিবাহিত)    — বিধবার ঘরে অপরিণীত দুটো মেয়ে আছে।

অন্ত  (শেষ)        — সংসারে কাজের অন্ত নাই।
অন্ত্য (যা অন্তে আছে)  — অন্ত্যেষ্টি ক্রিয়া শেষেই মানুষের শোক নিঃশেষ হয়ে যায়।

অন্যন্য  (অপরাপর) — অন্যন্যের সঙ্গেই তার ভাল সম্পর্ক আছে।
অন্যোন্য (পরস্পর)    — অন্যোন্যের প্রতি ভালোবাসায় মানুষের সুখ।

অন্নপুষ্ট (ভোজনপুষ্ট)   — এ আকালে অন্নপুষ্ট মানুষ নাই।
অন্যপুষ্ট (কোকিল)     — কাকের বাসায় কোকিলের ছা অন্যপুষ্ট হয়।

অবদান (মহৎ কাজ) —  স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান অবিস্মরণীয়।
অবধান (মনোযোগ)   —  ক্লাসে শিক্ষক - শিক্ষিকাদের কোথায় অবধান করা উচিত।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

Choose the correct sentence.

I asked Javed had he passed

I asked Javed if he had passed

I asked Javed if you had passed

I asked Javed that had he passed