‘যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী’ কার লেখা-
শাহ মুহম্মদী সগীর
হায়াৎ মামুদ
আবদুল হাকিম
আলাওল
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী’ কার লেখা-
ব্যাখ্যা: তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সেসময় একশ্রেণির লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন : যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
Related Question
‘যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি, কবিতাংশটি কার লেখা?
আলাওল
আব্দুল হাকিম
চণ্ডীদাস
কানাইদাস