বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?

বিহারীলাল চক্রবর্তী

প্যারীচাঁদ মিত্র

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?

ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি। বাঙালি কবি মানসের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। অতি অল্পকালের ভিতরে তিনি বাংলা কবিতার প্রচলিত ধারার পরিবর্তন ঘটিয়ে নিবিড় অনুভূতি প্রকাশের মাধ্যমে গীতিকবিতার ধারা চালু করেন। এ বিষয়ে তিনি সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হন। বিহারীলাল তার কবিতায় ভাবের আধিক্যকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। প্রকৃতি ও প্রেম, সংগীতের উপস্থিতি, সহজ - সরল ভাষা বিহারীলালের কবিতাকে দিয়েছে আলাদাধারার বৈশিষ্ট্য।


Related Question

বাংলা গীতি কবিতায় “ভোরের পাখি” কে

প্রমথ চৌধুরী

বিহারী লাল চক্রবর্তী

জসীমউদ্দিন

সতেন্দ্রনাথ দত্ত

বাংলা গীতি কবিতার জনক কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিহারীলাল চক্রবর্তী

প্যারিচাঁদ মিত্র

বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে?

প্রমথ চৌধুরী

বিহারীলাল চক্রবর্তী

জসীমউদ্‌দীন

সত্যেন্দ্রনাথ দত্ত

কোনোটিই নয়

বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটে__

সত্যেন্দ্রনাথ দত্তের হাতে

কাজী নজরুল ইসলামের হাতে

রবীন্দ্রনাথের হাতে

রজনীকান্ত সেনের হাতে

আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কী?

জারিগান

গজল

গম্ভীরা গান

টপ্পা গান