২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে রাষ্ট্রসমূহ বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পযুগের তুলনায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির রোধ করতে সম্মত হয়?
১.০
১.৫
২.০
২.৫
Description (বিবরণ) :
প্রশ্ন: ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে রাষ্ট্রসমূহ বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পযুগের তুলনায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির রোধ করতে সম্মত হয়?
ব্যাখ্যা:
ফ্রান্সের প্যারিসে ৩০শে নভেম্বর থেকে ১২ই ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ২০১৫ সালের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, কপ ২১ বা সিএমপি ১১ অনুষ্ঠিত হয়। এটি ১৯৯২ সালের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) - এ পার্টির সম্মেলনের (সিওপি) একুশতম বার্ষিক অধিবেশন এবং ১৯৭৭ সালের কিয়োটো প্রোটোকলের পার্টির (সিএমপি) সভার একাদশ তম অধিবেশন ছিল।
সম্মেলনটি প্যারিস চুক্তি , জলবায়ু পরিবর্তন হ্রাস সম্পর্কিত একটি বৈশ্বিক চুক্তি নিয়ে আলোচনা করে, যার পাঠ্যক্রমে উপস্থিত ১৯৬টি দেশের প্রতিনিধিদের ঐকমতের ভিত্তিতে করা হয়েছিল। যখন কমপক্ষে ৫৫টি দেশ একত্র হয় তখন এই চুক্তিটি কার্যকর হয়, যারা বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের কমপক্ষে ৫৫ শতাংশের প্রতিনিধিত্ব করে। ২২শে এপ্রিল ২০১৬( ধরিত্রী দিবস ) এ, ১৭৪টি দেশ নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষর করে এবং তাদের নিজস্ব আইনি ব্যবস্থায় ( অনুমোদন, স্বীকৃতি, সমর্থন, বা প্রবেশের মাধ্যমে) এটিকে গ্রহণ করা শুরু করে।
আলোচনার শুরুতে আয়োজক কমিটির মতে,প্রত্যাশিত মূল ফলাফলটি ছিল "বিশ্বব্যাপী উষ্ণায়ন সীমাবদ্ধকরণের লক্ষ্য একে প্রাক - শিল্প স্তরের তুলনায় ২° সেলসিয়াস এর নিচে রাখা। চুক্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন একবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের মধ্যে নৃতাত্ত্বিকভাবে শূন্যতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। প্যারিস চুক্তির গৃহীত সংস্করণে, দেশগুলিও তাপমাত্রা বৃদ্ধি ১.৫° সেঃ এর মধ্যে সীমাবদ্ধ করার জন্য "প্রচেষ্টা চালিয়ে যাবে।" কিছু বিজ্ঞানীর মতে ১.৫° সেঃ নির্গমনের লক্ষ্য পূরণ করতে ২০৩০ থেকে ২০৫০ এর মধ্যে কোনও সময় শূন্য নির্গমন প্রয়োজন।
Related Question
২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নিচের কোন সংস্থা কিংবা ব্যাক্তি?
ডিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
পিএলও
এঞ্জেলা মার্কস
লিবিয়ান ন্যাশনাল কোয়ালিশন
২০১৫ সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী Svetlana Alexievich কোন দেশের নাগরিক?
রাশিয়া
আজারবাইজান
বেলারুশ
ক্যামেরুন
সাহিত্যে ২০১৫ সালে 'নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক' কে?
মিলন কুন্তেরা
অরুন্ধতী রায়
গ্রন্টার গ্রাস
সভেতলানা আলেক্রিভিচ
২০১৫ সালে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকের সংখ্যা-
১৩ জন
১৪ জন
১৫ জন
১৬ জন
২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহিত কর্মসুচী কোনটি?
এমডিজি
এসডিজি
সিপিডি
এনএলজি
২০১৫ সালে ' world Food Prize' কে পেয়েছেন?
ফ্রাঙ্ক ভ্লটার স্টেইনমার
শাইখ সিরাজ
কেনেথ কুইন
স্যার ফজলে হাসান আবেদ