২০২১ সালের ‘মিস ইউনিভার্স ‘ মুকুটজয়ী তরুণীর নাম কি?
সুস্মিতা সেন
লারা দত্ত
লাসেসা সামওয়ানে
হারনাজ সান্ধু
Description (বিবরণ) :
প্রশ্ন: ২০২১ সালের ‘মিস ইউনিভার্স ‘ মুকুটজয়ী তরুণীর নাম কি?
ব্যাখ্যা:
২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’ পেল ভারত। হারনাজ সান্ধু জিতলেন এ মুকুট। তিনি এক পাঞ্জাবি তরুণী। এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন অভিনেত্রী লারা দত্ত। তার আগে ১৯৯৪ সালে প্রথমবার ভারতকে এ মুকুট এনে দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেন। হারনাজ তৃতীয় ভারতীয় হিসাবে এ খেতাব জিতলেন।
Related Question
. ২০২১ সালের টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় করেন কে?
ইয়াং কিয়ান
কেটি লেভেকি
মার্সেল জ্যাকবস
ক্যালের ড্রেসেল
২০২১ সালের সাফ গমসের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি কে করেন?
সুমন রেজা
তপু বর্মণ
জামাল ভঁইয়া
এনামুল হক
২০২১ সালের সাহিত্যে নোবেলজয়ী ঔপন্যাসিক আবদুল রাজ্জাক গুরনাহ কত অর্থ পুরস্কার লাভ করবেন?
৫ লাখ সুইডিশ ক্রোনার
১ কোটি সুইডিশ
১ কোটি ৫০ লাখ সুইডিশ ক্রোনার
২ কোটি সুইডিশ ক্রোনার
২০২১ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন সর্বনিম্ন দেশ কোনটি?
শাদ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
দক্ষিণ সুদান
সোমালিয়া
২০২১ সালের ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ভারত
যুক্তরাজ্য
রুয়ান্ডা
বাংলাদেশ