"Youth like summer morn" ____ can be an example of -
metaphor
personification
rhume
simile
Description (বিবরণ) :
প্রশ্ন: "Youth like summer morn" ____ can be an example of -
ব্যাখ্যা: দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে as বা like' দ্বারা তুলনা বুঝালে তাকে Simile বসে। এখানে যৌবন ( Youth) কে বসন্তের ( Summer) এর সাথে তুলনা করা হচ্ছে। আর Metaphor এর এক্ষেত্রে তুলনীয় হলে As, Like, such এইগুলো থাকে না। নির্জীব বস্তুকে মানুষ হিসেবে বিবেচনা করার কৌশলকে Personification বলে। আর Rhyme হলো অন্তমিল। বাক্যের অর্থ : যৌবন যেন বসন্তের সকাল।