Who composed the Iliad?
John Milton
Virgil
Plato
Homer
Description (বিবরণ) :
প্রশ্ন: Who composed the Iliad?
ব্যাখ্যা:
ইলিয়াড গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ রচয়িতা। এটি গ্রিক ভাষায় রচিত ও ২৪ টি সর্গে বিভক্ত। এর বিষয় ট্রয়ের যুদ্ধ। এতে ১৬,০০০ পঙক্তি কবিতা আছে। এক নারীদের কেন্দ্র কের যুদ্ধ সংঘটিত হয যার নাম হেলেন। যুদ্ধ গ্রীকদের সোরা বীর ছিল অ্যাকিলিস আর ট্রয় পক্ষে ছিল হেক্টর। যুদ্দ যখন শেস পর্যায় তখন হেক্টর অ্যাকিলিস কর্তৃক নিহত হন এবং এর মাধ্যমে মূলত ট্রয়বাসীর পরাজয় নিশ্চিত হয়। যুদ্ধ শেষে গ্রিক সেনারা সুরক্ষিত ও বাজানো নগরী ট্রয় জ্বালিয়ে দেয়।